সরোজগঞ্জ প্রতিনিধি: দুর্ঘটনায় জখম নাজের আলী (৪৫)কে বাঁচানো যায়নি। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টার চুয়াডাঙ্গার নতুন ভান্ডারদহ মোড়ের নিকট ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন তিনি।প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নাজের আলী মারা যান। গতকাল রাতে লাশ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে নিজ বাড়িতে নেয়া হয়। এই রিপোট লেখা পর্যন্ত দাফনের প্রস্থুতি চলছিলো। তিনি সাহেবনগর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। গতকাল রবিবার ১১টার দিকে সরোজগঞ্জ বাজার থেকে ইজিবাইক যোগে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। চুয়াডাঙ্গায় যাওয়ার পথে নতুন ভান্ডারদহ মোড়ের নিকট অপরদিক থেকে আসা একটি ট্রাক, ইজিবাইকে ধাক্কা মারে। ধাক্কায় ইজিবাইক থেকে আছড়ে পড়ে গুরুতর জখম হন নাজের আলী। সেখান থেকে উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজের আলী। রাতেই গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে বলে একটি সূত্র থেকে জানা গেছে।
এছাড়া, আরও পড়ুনঃ