আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারা বাংলা ‘৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের আয়োজনে সকল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শিক্ষার্থীদের ইউনিক আইডেন্টিটি প্রোফাইলে রক্তের গ্রুপ আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির দক্ষ প্যাথলজিস্ট টিম কর্তৃক ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর অনুষ্ঠান উদ্বোধন করেন। সারা বাংলা ’৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের যুগ্ম কো-অর্ডিনেটর খো. হাবিবুল করিম চনচলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সংগঠনের চুয়াডাঙ্গা জেলা প্যানেলের অন্যতম যুগ্ম কো-অর্ডিনেটর শামস গোলাম হোসেন আবীর, দিলারা শারমিন লুনা, সাংস্কৃতিক প্রতিনিধি এমদাদ হোসেন, আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, বিল্লাল হোসেন বিপ্লব, আয়ুব আলী, লিটন ম-ল, হাবিবুর রহমান বাবুল, জহুরুল ইসলাম (আলমডাঙ্গা), সাংবাদিক রিফাত রহমান, হামিদুল ইসলাম ও জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ৮৯ ব্যাচ ৫ম শ্রেণির ছাত্র দুবাই প্রবাসী রুহুল কুদ্দুস জাহাঙ্গীর, লেমন ও হাসান। সভায় বক্তারা এ অনুষ্ঠানের আয়োজকসহ সারা বাংলা ৮৮’র জেলা কো-অর্ডিনেটর চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদিরসহ আলমডাঙ্গার কৃতি সন্তান রাজশাহী বিদ্যালয়ের শিক্ষক (বর্তমানে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষারত) মাজেদুল ইসলাম সুইটের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তশালীদের এ জাতীয় সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেল আয়োজনে ও উক্ত বিদ্যালয়ের ৮৯ ব্যাচের ৫ম শ্রেণি শিক্ষার্থীদের সহায়তায় অনুষ্ঠান সম্পন্ন হয়।