মহেশপুর প্রতিনিধি: শনিবার সকালে বয়ঃসন্ধিকালীন সময়ে মেয়েদের হরমোন ও মানসিক পরিবর্তন বিষয়ে এক সেনিমার উপজেলার ফতেপুর শিশতলা বাজারে অনুষ্ঠিত হয়। জাহানারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সুইডেনে একটি হাসপাতালে কর্মরত সাবা সুলতানা আজমিরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কানিজ ফাতিমা, শারমিন সুলতানা প্রমুখ।
উল্লেখ্য, ফতেপুর শিশতলা বাজারে অবস্থিত মা জননী ডেন্টাল কেয়ারের আয়োজনে ১৫-১৬ বছর বয়সী মেয়েদের নিয়ে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।