দেশে বিদ্যুতের কোনো অভাব নেই : পররাষ্ট্রমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: দেশে বিদ্যুতের অভাব নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আমাদের বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সক্ষমতা আছে। বিদ্যুৎ সাশ্রয়ে আমরা একটি অগ্রণী ব্যবস্থা নিয়েছি। যেন আগামীতে সমস্যা না হয়। শুক্রবার রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সঙ্কট আমাদের নাগরিক দায়িত্ব’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। এতে নানা সমস্যায় পড়তে হচ্ছে। তবে আমি ইন্দোনেশিয়ার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের ভোজ্যতেল দেবে। আর বিদ্যুৎ নিয়ে আমাদের আরও সাশ্রয়ী হতে হবে। আগে আমরা ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে লাইট ফ্যান বন্ধ করে বের হতাম। আপনাদের প্রতি অনুরোধ আপনারাও বিদ্যুৎ সাশ্রয় করবেন। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সক্ষমতা আছে। আমরা বিদ্যুতের জন্য অগ্রণী একটি ব্যবস্থা নিয়েছি। এটা ইচ্ছে করেই নিয়েছি, যেন আগামীতে সমস্যা না হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন সংগঠনটির নেতারা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More