দর্শনা অফিস: দর্শনা পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের সোয়া ২২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দর্শনা পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মতিয়ার রহমান। ২০২২-২৩ প্রস্তাবিত বাজেট পড়ে শোনান পৌরসভার হিসাবরক্ষক সরোয়ার হোসেন। এ বাজেটে ২০২২-২৩ অর্থবছরের আয় ধরা হয়েছে রাজস্বখাতে ৪ কোটি ৬ লাখ ৫২ হাজার ৭শ ৫৭ টাকা ৪৯ পয়সা। বার্ষিক উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ১৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩শ ৮৫ টাকা ৮ পয়সা। সর্বমোট ২২ কোটি ১৭ লাখ ৪০ হাজার ১শ ৪২ টাকা ৫৭ পয়সা। ব্যয় ধরা হয়েছে সর্বমোট ২২ কোটি ১১ লাখ ৬৭ হাজার ৩শ ৪০ টাকা। বাজেট ঘোষণা শেষে বাজেটের ওপর আলোচনা করেন উপস্থিত সাংবাদিকরা। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব সাজেদুল আলম, প্যানেল মেয়র রবিউল হক সুমন, জাহানারা খাতুন, পৌর কাউন্সিলর মনির সরদার, মুকুল জোয়ার্দ্দার, এনামুল কবীর, আশুর উদ্দীন, সুরাতুন্নেছা, বিলকিস খাতুন।