মুজিবনগর চত্বরে গাছ রোপণ করলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান

 

মুজিবনগর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের অনুপ্রেরণায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের তত্ত্বাবধানে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে উপজেলার ৪ ইউনিয়ন সম্মিলিত মনোমুগ্ধকর মানচিত্রের লাভ মুজিবনগর চত্বরের সামনে টবে দুটি সৌন্দর্য বর্ধন গাছ রোপণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমি ও গৃহ হস্তান্তর শেষে এ গাছ রোপণ করেন তিনি। এ সময় তিনি পোড়ামাটির টেরাকোঠা দিয়ে তৈরি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্টিল দিয়ে লেখা আই লাভ মুজিবনগর এবং মুজিবনগর উপজেলার চারটি ইউনিয়নের মানচিত্রের প্রশংসা করেন। তিনি মানচিত্রের সামনের দিকটায় ঘাস এবং চারপাশে ফুল গাছ লাগিয়ে দিলে আরো সুন্দর দেখাবে বলে মন্তব্য করেন এবং এতে করে মানচিত্র দেখতে আসা পর্যটকদের মনটা আরো মনোমুগ্ধকর হয়ে উঠবে। গাছ রোপণের সময় উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অপু সরোয়ার, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো. মেহেদি রাসেল, উপজেলা আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, অনন্যা পার্কের চেয়ারম্যান হাসানুজ্জামানসহ সাংবাদিক ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More