স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গার জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘উই এন্টারপ্রিনিয়ার্স’-উইসিডি’র ‘ঈদ সেলফি ফটো কন্টেস্ট’র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ‘ঈদ সেলফি ফটো কন্টেস্ট’র স্পন্সর কনক টেলিকমের সৌজন্যে এ পুরস্কার বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলী হোসেন মাকের্টে কনক টেলিকমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। ফটো কন্টেস্টে প্রথম বিজয়ী রোকুনুজ্জামান জাহিদ পুরস্কার হিসেবে পেয়েছেন একটি স্মার্টফোন, ২য় বিজয়ী সিফাত ইসলাম পেয়েছেন একটি ফিচার ফোন এবং ৩য় বিজয়ী নওশীন জামান পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ফিচার ফোন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উইসিডি গ্রুপের অ্যাডমিন মাহমুদা আক্তার অনি, মো. জুয়েল, অন্তর, আয়েশা, মিম, লামিয়া, পাপিয়া ও ঝলক প্রমুখ।