দামুড়হুদা অফিস: মুজিববর্ষ উপলক্ষে দামুড়হুদায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধনের লক্ষে দামুড়হুদা উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস বিফিং অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস বিফিং করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ইতোমধ্যে ৩য় পর্যায়ের ৬১টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। এর মধ্যে গত ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে সারা বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর উদ্বোধন করেন। ওই সময় দামুড়হুদা উপজেলায় ৩য় পর্যায়ের ১ম ধাপের ৮টি ঘরের উদ্বোধন করেন। আজ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় এ উপজেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ৫৩টি ঘরের উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আরও উল্লেখ করে বলেন, দামুড়হুদা উপজেলায় ১ম ধাপে ৩০টি, ২য় ধাপে ৩২টি ও ৩য় পর্যায়ের ১ম ধাপে ৮টি ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।