মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুটি দোকানে জরিমানা
গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান
গাংনী প্রতিনিধি: গাংনীতে মেয়াদ মূল্য বিহীন পণ্য বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি ও অন্য প্রতিষ্ঠানের নামে বীজ প্যাকেটজাত করায় একটি মুদি ও একটি বীজের দোকানে ২০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃৃত্বে দোকান দুটিতে অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ মূল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে গাংনী শহরের উত্তরপাড়া এলাকার মেসার্স শফিকুল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা ও মেসার্স মেহেদী বীজ ভান্ডারকে মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় ও অন্য প্রতিষ্ঠানের নামে বীজ প্যাকেটজাত করে বিক্রয়ের অপরাধে ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পণ্য ও বীজ জব্দ করে তা প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এ সময় জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন। অভিযানে মুদিখানা, তেল, বীজ ভান্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এছাড়া সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিলি করা হয়। জনস্বার্থে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।