মেহেরপুর অফিস: সরকারের সাফল্য ও শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুব মহিলা লীগের বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতার সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, সাধারণ সম্পাদিকা অ্যাড. রুতশোভা ম-ল, মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা কামাল রুনু, প্রভাষক আরমিনা আক্তার ডলি, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, ফজিলা খাতুন প্রমুখ। বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।