ঝিনাইদহ প্রতিনিধি: সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সাহায্যের জন্য ঝিনাইদহ জেলা বিএনপি ত্রান সহায়তা জোরদার করেছে। চার দিনে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ তহবিলে জমা হয়েছে প্রায় ৭ লাখ টাকা। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের কাছ থেকে এই সাহায্য উত্তোলন করা হচ্ছে। গতকাল শনিবার ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে ত্রান সহায়তা সংগ্রহ করা হয়। এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এমএ মজিদ, পৌর বিএনপির নেতা আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পাপপু, আলমগীর হোসেন আলম, আশরাফুল ইসলাম পিন্টু, শাহনেওয়াজ সুমন ও রোকনুজ্জামান প্রমুখ নেতাকর্মী অংশগ্রহণ করেন। জেলা বিএনপির সভাপতি এড এমএ মজিদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্ত মানুষের জন্য গত ২৮ জুন থেকে ত্রাণ সংগ্রহ শুরু করা হয়। শনিবার পর্যন্ত জেলা বিএনপির ত্রাণ তহবিলে জমা হয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৪৭৫ টাকা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে এই ত্রাণ সহায়তা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ