কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সার বিতরণ শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মহসীন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোছা.শরিফুন্নেছা মিকি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ও পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর। এই কর্মসূচীর আওতায় উপজেলার তিনশত কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি বিনামূল্যে দেয়া হয়।