মহেশপুর প্রতিনিধি: ফেনসিডিলসহ ৩ মাদককারবারীকে আটক করে মহেশপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে মহেশপুর থানার এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মহেশপুর পৌর মহিলা কলেজের নিকট থেকে ঝিনাইদহের কালীগঞ্জ থানার সরকারি আবাসনের ৩নং ব্যারাকের ১০নং রুমের সুজন (২৫), শাহরিয়ার হোসেন বাবু (২৮) এবং রিপনকে (২৮) ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করে।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।