প্রতি বছর বহু প্রতিভাধর শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করছে
চুয়াডাঙ্গা সরকারি কলেজে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের এফএফ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ এ অঞ্চলের শিক্ষা তথা এ জেলার সকল উন্নয়নে ভূমিকা রাখে। প্রতিবছর বহু প্রতিভাধর শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করছে। আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাংস্কৃতিক অঙ্গনের কৃতি শিক্ষার্থীদের বাছাই করতে পারি। বিশেষ করে প্রতিযোগিতার সময় আমরা নিজেরাই অবাক হই, কতো প্রতিভা আমাদের কলেজে আছে। তিনি আরও বলেন, প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হতে হবে, এমন নয়। তোমরা অংশগ্রহণ করেছো কি-না, সেটাই বড় বিষয়। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এ আয়োজনকে আরও বেশি উৎসবমুখর এবং প্রাণবন্ত করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি বলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামানের পরিচালনায় এ সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বের পরে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মহসীন করিবের প্রাণবন্ত উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, লোকগান, দেশত্মবোধক গান, আধুনিক গান, লোকগীতি ও নৃত্য পরিবেশিত হয়। বিশেষ করে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের তুলনাহীন আবৃত্তি সকলকে মুগ্ধ করে।