স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির মাতা শেখ আছিয়া বেগমের ১৫তম মৃত্যুবার্ষিকী ও যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের শ্বশুর প্রফেসর আবু সাঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর জেলা যুবলীগের কার্যালয়ে এ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, সাজেদুল ইসলাম লাভলু, হাফিজুর রহমান হাপু, আবুবক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, যুবলীগ নেতা বিপ্লব হোসেন, হাসানুল ইসলাম পলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলিম, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক খানজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল, প্রচার সম্পাদক তানভির হাসান সঞ্জু, ৭নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সারওয়ার, মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন, যুবলীগ কর্মী মহসীন হক, শেখ আনোয়ার, ইমরান, সাবেক ছাত্রলীগ নেতা মিলন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পীরগঞ্জ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রশিদ।