জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ১৭ কোটি ৯৭ লাখ ১৪ হাজার ২২৮ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র রফিকুল ইসলাল রফিক। গতকাল মঙ্গলবার সকালে পৌর হলরুমে তিনি এ বাজেট ঘোষণা করেন।
বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন ও উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রেনুকা আক্তার রিতা। বাজেট অধিবেশনে পৌর প্যানেল মেয়র সহিদুল ইসলাম, কাউন্সিলর সোয়েব আহমেদ অঞ্জন, কাউন্সিলর রিজিয়া খাতুন, কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, কাউন্সিলর আবুল কাশেম, কাউন্সিলর জামাল হোসেন খোকন, কাউন্সিলর ওয়াসিম রাজা, কাউন্সিরর আপিল মাহমুদ, কাউন্সিলর মতিয়ার রহমান ও কাউন্সিলর খোকন মিয়া প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত পৌর হিসাবরক্ষক আবুল কালাম আজাদ বাজেট অধিবেশন পরিচালনা করেন।