মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই
মেহেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পরিকল্পনাসভায় বক্তারা
মেহেরপুর অফিস: মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই সব শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার, ইন্সপেক্টর শাহীন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, ইমাম জুবায়ের হোসেন প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।