স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর আহ্বায়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি প্রঙ্গণের উদীচীর কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর আহ্বায়ক শেখ আসমা চুমকির সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবি জহির রায়হান ও সাধারণ সম্পাদক আদিল হোসেন। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১ জুলাই শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কাঁঠালকথন, কাঁঠাল প্রদর্শনী, কাঁঠাল রেসিপি, কাঁঠাল খাওয়ার প্রতিযোগীতা, কাঁঠালরঙ্গ, কাঁঠালের গান ও আবৃত্তি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হবে। তবে, মূল আকর্ষণ হিসেবে থাকবে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা। করোনাকালীন গত দুই বছর এ আয়োজনটি না হওয়ায় এবারে আরও নতুনভাবে এ অনুষ্ঠানকে সাজানো হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর সদস্য সচিব মেহেরাব্বিন সানভী’র পরিচালনায় এ প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ ফরিদ, উদীচী চুয়াডাঙ্গার সহ-সাধারণ সম্পাদিকা সম্পা দাস, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার, নির্বাহী সদস্য সাহাব উদ্দীন, মাসুদ আরিফ, সেলিম মল্লিক প্রমুখ। জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর সদস্য সচিব সাংবাদিক মেহেরাব্বিন সানভী জানান, এর আগে তিন বছর খুবই জমকালো আয়োজনে এ উৎসব করা হয়েছে। এবার এ আয়োজনকে আরও গুরুত্ব দেয়া হচ্ছে। বিশেষ করে কাঁঠাল খাওয়ার এ প্রতিযোগীতা যেন দেখেও শান্তি সত্যিই আনন্দদায়ক উৎসব এটি। আর বাংলাদেশের মধ্যে এটিই সবথেকে বড় কাঁঠাল উৎসব। যে উৎসবে সবাই অংশগ্রহণ করতে পারবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ