স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২১-২০২২ চক্রের দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ সভার আয়োজন করে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাকসুরা জান্নাত প্রেজেন্টেশর উপস্থাপন করেন। সভায় অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।