স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক রাজস্ব সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক, সরকারি কৌশুলী জিপি অ্যাড. আশরাফুল ইসলাম খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র এবং অন্যান্য ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসিক সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, সরকারের রাজস্ব আদায় বাড়াতে হবে। ভূমি দস্যুদের দৌরাত্ম ছিলো। যত কমানো যায়। দলিল থাকলেই জমির মালিক হয়ে যায়। মিউটেশন হয়ে যাবার পর এখন অনলাইনে হচ্ছে। মিউটেশনে ফল্ট থাকলে আটকে যায়। মানুষের অভিযোগ আছে, টাকা দিলে হচ্ছে, না দিলে হচ্ছে না। এনআইডি লাগে। কিছুটা অজ্ঞতা আছে মানুষের। আমাদের কিছুটা সময় লাগবে। তারপরও চেষ্টা করবো।