মেহেরপুর অফিস: মেহেরপুরে আন্তর্জাতিক অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে র্যালি, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদার সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার। আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আখতার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ চন্দ্র রঞ্জন রায়, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এর আগে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদার নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে উপজেলা গেট থেকে একই স্থানে গিয়ে শেষ হয়।
পূর্ববর্তী পোস্ট
ইবিতে ক্যাম্পাস ছুটির আগেই হল ছাড়ার নির্দেশ : শিক্ষার্থীদের বিক্ষোভ
এছাড়া, আরও পড়ুনঃ