স্টাফ রিপোর্টার: খুললো স্বপ্নের দুয়ার। উদ্বোধন হলো সক্ষমতার পদ্মা সেতু। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সুধী সমাবেশের পর সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকে ঘিরে সেতুর দুই প্রান্তে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশরে পদ্ম সেতু’ এ সেøাগানে উৎসবে মেতে ওঠে পুরো দেশ। জেলায় জেলায় র্যালি, আলোচনাসভা ও অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়।
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় বিশাল শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি, বেসরকারি বিভিন্ন দফতর, সামাজিক ও সাংস্কৃতিক- পেশাজীবী সংগঠন ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ‘পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপূরণ’ ‘পদ্মা সেতু নির্মাণ শেখ হাসিনার অবদান’ সংবলিত ব্যানার বহন করেন। পরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে পদ্মাসেতুর আদলে স্থাপিত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন কয়েক হাজার দর্শক। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব শামসুল আলম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর জাজিরা ও মাওয়া প্রান্তে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জমকালো এ অনুষ্ঠানে ফেস্টুন বেলুন উড্ডয়ন ও শ্বেত কবুতর অবমুক্তকরণ করা হয়। এরপর অতিথিবৃন্দ মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়া পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান পদ্মা সেতু ও বাংলাদেশকে নিয়ে গৌরবময় একটি ইতিকথার বিষয়ে বিভিন্ন উপমা এবং উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন। সন্ধ্যায় জেলা প্রশাসন চত্বরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করার জন্য মনোমুগ্ধকর আতশবাজির আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় শিল্পী এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয় হতে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সদর থানায় এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা), পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনাসভা, আতশবাজি ও ফানুস উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেদারগঞ্জস্থ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মতিয়ার রহমান মতির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইলহাস ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি ও দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. আবু তালেব। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, সাধারণ সম্পাদক শেখ সামি তাপু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিলন হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিয়ার রহমান মতি প্রমুখ। পরে আতশবাজি ও ফানুস উৎসবের আয়োজন করা হয়।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, পরিচালনা কমিটির সদস্য খোরশেদ আলম মিন্টু, আব্দুল হান্নান, একরামুল হক, আব্দুল হান্নান, কবির হোসেন, সেলিনা খাতুন, শিক্ষক মোতাহার হোসেন, আব্দুর জব্বার, আবু সালেহ উবাইদুল হক, মুন্সি আলী মুসা, শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের উদ্যোগে পদ্মা সেতুর উদ্বোধন উপলেক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মারফুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, শাহারিয়ার ইসলাম, খাইরুল ইসলাম, আবুজার হোসেন, জাহিদুল ইসলাম, ফারুক আহম্মেদ, রেজাউল করিম, আবুশামা, তাছলিমা পারভীরন, আরিফ হোসেন, সুরুজ আলম, হারুনুর রশীদ রাকিবুল হাসান, মোস্তফা শওকত ইমরান, ফারহানা পারভীন, রমিজ রায়হান, সাইফুল ইসলাম, জহুর রায়হান প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে শহরের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি আলমডাঙ্গা থানা চত্বর থেকে বের হয়ে শহরের স্বাধীনতা স্তম্ভ ও চার তলার মোড় থেকে থানার সামনে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক অপারেশন একরাম হোসাইন, এসআই সনজিৎ কুমার, এসআই আব্দুল গাফফার, এসআই আমিনুর রহমান, এসআই শাহ আব্দুল আজিজ, এসআই আলমগীর হোসেন, এসআই অচিন্ত্য কুমার, এসআই খচরু আলম, এসআই তৌকির আহমেদ, এসআই সোহাগ, এসআই শরীয়তুল্লাহ, এসআই স্বপন কুমার সরকার, এসআই জামাল হোসেন, এসআই সমীর চন্দ্র, এসআই মনিরুল ইসলাম, এসআই লিটন কুমার, এসআই দেবাশিষ মহলদার, এসআই ইউসুফ, এসআই আরমান, এএসআই হামিদুল ইসলাম, এএসআই মোস্তফা কামাল, এএসআই জামির হোসেন, এএসআই পলাশ কুমার বিশ^াস, এএসআই শিপন মিয়া, সাব্বির, এএসআই তুহিন, এএসআই শহিদুল ইসলাম, এএসআই শামিনুর রহমান, এএসআই শিউলিসহ থানার সকল ফোর্স।
অপরদিকে, স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের সহযোগিতায় র্যালি ও আনন্দ উৎসব পালন করেছে। গতকাল শনিবার ইউনিয়নের সকল গ্রামে মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা করা হয়। র্যালি শেষে চিৎলা বাজারে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু, সাধারণ সম্পাদক মোজাম্মেলক হক, যুগ্মসম্পাদক খাইরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা সুজন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিটু, আওয়ামী লীগ নেতা জমির, মোজাম, আবুছদ্দিন, নজরুল, মাসুদ, আশুতোষ, আতাউর, ঝন্টু, কাওছার, বাবু, বেল্টু, মজিরব, হেলাল, উপল, শাফে, রানা, সোহাগ, অন্তু, রাসেল, সুমন, হাসিব, সজিব, এনামুল, কাজি ইলিয়াছ মোল্লা, ভুট্ট প্রমুখ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় দামুড়হুদাতেও বইছে উৎসবের আমেজ। দিনটি উপলক্ষে গতকাল শনিবার সকালেই দামুড়হুদা মডেল থানা পুলিশের আয়োজনে দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে থানা চত্বরে এসে শেষ হয়। সকাল ৯টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর উদ্যোগে বাজারের ব্যবসায়ী, পথচারী ও যানচালকদের মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল্য তুলে ধরে প্রচার প্রচারণা করেন নেতৃবৃন্দ এবং সকলকে মিষ্টিমুখ করান। বিকেল ৫টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আনন্দ মিছিল শেষে দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে বাসস্ট্যান্ড চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. সহিদুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্মআহ্বায়ক সেলিম উদ্দিন বগা, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু প্রমুখ।
অপরদিকে, দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নতিপোতা গ্রামের গোলঘর চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গ্রাম প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে নতিপোতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমানেরসভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আজিজুল হক আজিজ। বিশেষ অতিথি ছিলেন নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক, সহসভাপতি মফিজ উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মহাসীন আলী, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, দফতর সম্পাদক রেজাউল হক শান্তি, শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ৩নং ওয়ার্ডের সভাপতি আশাদুল হক, ৮নং ওয়ার্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাল উদ্দিন, ৯নং ওয়ার্ডের সভাপতি আশাদুল হক, সাধারণ সম্পাদক শাহিন আলী, ৭নং ওয়ার্ডের সভাপতি সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি সদস্য মতিয়ার রহমান মতি, নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাউসার আলী প্রমুখ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ইউপি হলরুমে ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ। বিশেষ ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি। উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হান্নান, ইস্রাফিল হোসেন, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, নাসির উদ্দিন, শওকত, আশরাফ আলী, আশাবুল হক আশা পাল, যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, প্রচার সম্পাদক মেহেদী হাসান মিলন, যুবলীগ নেতা শফি উদ্দিন, জাব্বার খাবলি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সারা দেশের ন্যায় দর্শনায় হয়েছে আনন্দ মিছিল। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা পৌর আওয়ামী লীগের আয়োজনের দর্শনা দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি দর্শনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা পুরাতন বাজার দোয়েল চত্বরে সমবেত হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে আলোচনা করেন, দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ। এ সময় আনন্দ মিছিলে অংশ নেয় কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন, আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান হাবু, সরোয়ার হোসেন, সফিকুল ইসলাম, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সহ-সভাপতি সোলায়মান কবীর, সহসম্পাদক মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, রিপন, লোমান, মিল্লাত, নাযিম, রাসেল, প্রভাত, রায়হান, অপু সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন।
এদিকে সকালে দর্শনা সরকারি কলেজের অধ্যাক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে আনন্দ শোভযাত্রা বের হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ড. মো. মফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক জমশেদুর রহমানসহ শিক্ষকবৃন্দ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার জীবননগর পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেলে মেয়র রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও পৌরবাসী পৌরসভা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেনুকা আক্তার রিতা, প্যানেল মেয়র সোয়েব আহমেদ অঞ্জন, কাউন্সিলর আবুল কাশেম, কাউন্সিলর জয়নাল আবেদীন, জামাল হোসেন খোকন ও কাউন্সিলর খোকন মিয়া।
হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধনীতে আনন্দ শোভা যাত্রা উদযাপন করা হয়। হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াসের নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ জসিম উদ্দিন জালাল, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল ইসলাম নান্নুসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ শেষ বাদ্যযন্ত্রের তালে তালে এক বর্ণাট্য র্যালি মিস্ত্রিপাড়া মোড় থেকে খাপাড়া ঘুরে দোয়েল চত্বরে এসে শেষ হয়। এখানে পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার, ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, যুগ্মসম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, সাবেক প্রচার সম্পাদক আলতাব হোসেন ফেলা, আওয়ামী লীগ নেতা শেখ আসাবুল ইসলাম গোলাপ, হাফিজুর রহমান, আব্দুর রহমান, শেখ রেজাউল ইসলাম রেজা, হাফিজুর রহমান, শেখ বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভযাত্রা করা হয়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. গোলাম রসুল, পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, (রাজস্ব) লিংকন বিশ্বাস, (শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়া, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেন, টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, পিপি পল্লব ভট্টাচার্য, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলী, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল, প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায়সহ মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ, মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদরাসা, মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন বাংলাদেশ পুলিশ মেহেরপুরের বাদক দল ও মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয ও কলেজের বাদক দল। তাদের বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।
পরে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে অবস্থিত মফিজুর রহমান মুক্তমঞ্চ থেকে বড় পর্দায় পদ্মাসেতুর উদ্বোধন উপভোগ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান সেখানে বক্তব্য রাখেন।
এর আগে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একঝাঁক বেলুন ওড়ানো হলো মেহেরপুরের আকাশে। এদিন দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পরপরই মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে বেলুন ওড়ানো হয়। পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বেলুন ওড়ানো হয়।
এদিকে এদিন রাতে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে মনোমুগ্ধকর আতশবাজি ফোটানো হয়। পরে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্তমঞ্চে সাংষ্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আতশবাজি অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, (রাজস্ব) লিংকন বিশ্বাস, (শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, পিপি পল্লব ভট্টাচার্য, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকসহ বিপুল পরিমাণ দর্শক আতশবাজি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুজিবনগরে আলোচনা সভা, দোয়া মহাফিল ও মিষ্টি বিতারণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মুজিবনগরের কেদারগঞ্জ বাজার চত্বরে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও মিষ্টি অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের শেখ সকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মতিউর রহমান মতিন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালামসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের অংগসংগঠনের নেতৃবৃন্দ। শেষে মিষ্টি বিতারণ করা হয়।
এদিকে ‘দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মহাফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ৭টায় মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ অফিস হলরুমে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডারের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহউল্লাহ সোহাগ, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মতিউর রহমান মতিন, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজান সিরাজ দোলন, সাবেক ইউপি সদস্য মাসুদ রানা মানিক, মজনুর রহমান প্রমুখ। দোয়া মহাফিল পরিচালনা করেন মাওলানা নুরে আলম সিদ্দিকী। শেষে মিষ্টি বিতারণ করা হয়।