স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এক হাজার ৪৫৫ তম আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি নাজমুল হেলাল। আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টা সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অর্থ-সম্পাদক আনছার আলী। স্বরচিত লেখা পাঠ করেন এম.এ মামুন, গোলাম কবীর মুকুল, সুমন ইকবাল, রতন কুমার শর্মা, হারুন অর রশিদ, হুমায়ূন কবীর, খন্দকার হামিদুল ইসলাম আজম, হোসেন মোহাম্মদ ফারুক, হাসিনা হারভীয়া, আ ফ ম সিরাজ সামজী, আসিফ জাহান, ওমর আলী মাস্টার, গুরু কাজল মল্লিক, নুরুজ্জামান, আফসানা মেহেজাবিন শাপলা, বেঙ্গলী, আনছার আলী, সুমন মালিক, কবি নজমুল হেলাল প্রমুখ। চিরায়ত সাহিত্য থেকে কবিতা পাঠ করেন সাইফুল ইসলাম, মেহেদী হাসান ও আকীদ হাসান মঈন। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক সরদার আতিয়ার রহমান, রফিকুল ইসলাম লিটন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ