কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা-মুক্তারপুর সড়কে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে মারা গেছে উত্তর চাঁদপুর গ্রামের ৪ বছরের শিশু সামসুন্নাহার। সে চাঁদপুর গ্রামের মসজিদপাড়ার আবুল কাশেমের মেয়ে। গতকাল বুধবার ৩টার দিকে মুক্তারপুর রাস্তা পারাপারের সময় ইজিবাইকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। মাইক্রোযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হয়ে আলমডাঙ্গায় পৌঁছুলে শিশু সামসুন্নাহার মৃত্যুর কোলে ঢুলে পড়ে। তার মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে চারিদিকের বাতাস ভারি হয়ে ওঠে। এদিকে মেয়ের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয়রা জানায়, সকালে সামসুন্নাহারের পিতা তার নানা বাড়ি মুক্তারপুর রেখে এসেছিলেন। নানার বাড়ি থেকে বের হয়ে মুক্তারপুর মোড়ের দোকানে রাস্তা পার হয়ে খাবার কিনতে এসেছিলো সে। খাবার কিনে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এদিকে গতকাল রাত ১০টার দিকে চাঁদপুর কবরস্থানে বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লীদের উপস্থিতিতে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে সড়কে একের পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে।