গাংনী প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান সমিতির ২০২১-২০২২ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন গাংনীর কৃতি সন্তান আবু সাঈদ। পরিসংখ্যান বিভাগের ছাত্রছাত্রীদের বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন।
মেধাবী ছাত্র আবু সাঈদ গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সাবেক মেম্বার উসমান গানির ছেলে।
জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান সমিতির নির্বাচন হয় প্রতি বছর। পদাধিকার বলে সমিতির সভাপতি পরিসংখ্যান বিভাগ প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর। ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান। সমিতির অন্যান্য পদের মধ্যে ফয়সাল আহম্মেদ রনি সাধারণ সম্পাদক, রিজোয়ান খানসহ সাধারণ সম্পাদক, হাসানুর রহমান সুজন ক্রীড়া সম্পাদক, সামিদুল ইসলাম সেমিনার সম্পাদক, সুমাইয়া শারমিন সূচনা মহিলা সম্পাদক, পৃষতী খানসহ মহিলা সম্পাদক, মুন্নিয়ারা ইয়াসমিন চিত্ত বিনোদন সম্পাদক এবং সদস্য পদে যথাক্রমে জিয়াউল আলম, শায়লা সুলতানা, ফাতেমা লিসা, জাহিদুল হক, মাহিয়া মোবারক মিম ও ইফরাত আমিন অক্ষর।
আবু সাঈদের এ অর্জনে খুশি তার পরিবার ও স্বজনরা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন গাংনীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।