মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগর উপজেলায় সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মো. গোলাম ফারুককে (অবসরজনিত) বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলা অডিটরিয়াম হল রুমে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে বিদায়ী উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মো. গোলাম ফারুককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, উপ-পরিচালক জেলা সমাজসেবা (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ রাব্বি, মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবসহ উপজেলা ও জেলা সমাজসেবা অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ