আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কর্মসূচি বাস্তবায়নে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলকসভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়নে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পৌনে ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি, বাদ আসর দোয়া মাহফিল এবং বাদ মাগরিব কেক কাটা ও আতসবাজি। আগামী ২৩ জুন দিনব্যাপী সকল কর্মসূচি বাস্তবায়ন করবে জেলা আওয়ামী লীগ। এছাড়া কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে সকল সাংগঠনিক জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ইউনিট পর্যায়ে এবং অনুরূপভাবে সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মীকে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক আলী রেজা সজল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, ১নং প্যানেল মেয়র সুলতান আরা রত্না, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, ০৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরিব রুহানী মাসুম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, জাতীয় মহিলা সংস্থার সভাপতি রুকসানা নাবিলা ছন্দা, মহিলা নেত্রী সাথী, কাজল রেখা, যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা গিনি ইসলাম, জেলা শ্রমিক লীগ সভাপতি আফজালুল হক বিশ্বাস, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, রাসেদুজ্জামান বাকী, মিরাজুল ইসলাম কাবা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, গালিব, ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মুন্সি জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ শাজাহান আলী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহাবুবুল হক সেলিম, কৃষক লীগ নেতা মাসুদুর রশীদ, দলীয় পৌর কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, নির্বাচিত চেয়ারম্যানবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ।