বৃক্ষরোপণে দ্বিতীয় হয়েছেন চুয়াডাঙ্গার কৃতিসন্তান গর্বিত পিতা ড. এআর মালিকের কন্যা আদিনা মালিক

স্টাফ রিপোর্টার: বৃক্ষরোপণে ব্যক্তিগত পর্যায়ে চ’ শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন চুয়াডাঙ্গার কৃতিসন্তান গর্বিত পিতা ড. এআর মালিকের কন্যা আদিনা মালিক। প্রধানমন্ত্রীর ঘোষিত জাতীয় এ পুরষ্কারে ভূষিত হওয়ার খবরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন। আদিনা মালিকের পৈত্রিক গ্রাম দামুড়হুদার ইব্রাহিমপুরে তার দাদির নামে স্থাপিত মেহেরুন নেছা পার্কসহ বৃক্ষরাজী পরিদর্শনসহ সচিত্র প্রতিবেদন সংগ্রহের জন্য আজ রোববার ঢাকা থেকে এটিএন নিউজের একটি প্রতিনিধিদল চুয়াডাঙ্গা আসছেন।

মেহেরুন নেছা পার্ক ও ম্যাপ গ্রুপের চেয়ারম্যান ড. এ আর মালিকের প্রতিনিধি মো. রবিউল হোসেন সুকলাল উপরোক্ত তথ্য জানিয়ে বলেছেন, ড. এর আর মালিক বিএসসি, এমএসসি, এমবিএ এমফিল পিএইচডি (ইউকে) ও জুলিয়া মালিক ব্যাচেলর ডিগ্রি ফরম অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউকে’র মেয়ে আদিনা মালিক বিএসসি, এমএসসি এলইসি লন্ডন ও এমবিএ গরানভোয়াল ইউনিভার্সিটি ফ্রান্স বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার ২০২০ দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ড. এআর মালিক ম্যাপ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনের পাশাপাশি তিনি এটিএন নিউজের পরিচালক। আদিনা মালিক বৃক্ষরোপণে সারাদেশে দ্বিতীয় হওয়ার খবরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বন বিভাগের জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ অভিনন্দন জানিয়েছেন।

ম্যাপ গ্রুপের চেয়ারম্যানের প্রতিনিধি আরও বলেছেন, এটিএন নিউজের সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার্স নবুয়াত রহমান দুজন সফরসঙ্গী সৈয়দ জাকারিয়া ও মিলন রাজ আজ রোববার চুয়াডাঙ্গায় আসছেন। প্রতিনিধিদল মেহেরুন নেছা পার্ক সরেজমিন পরিদর্শনসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করবেন। পার্ক পরিদর্শনকালে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহা পরিচালক এপিএপুল সদস্য কৃষি মন্ত্রণালয় এবং ম্যাপ গ্রুপের উপদেষ্টা ড. মো. হামিদুর রহমান ও কৃষিবিদ মোহা. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত থাকবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More