স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বানচালে বিএনপি-জামায়াতসহ দেশবিরোধীদের ষড়যন্ত্র করছে। তাদের সেই ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
একই সঙ্গে মন্ত্রী বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে জয়ী অধিকাংশ কাউন্সিলরই আওয়ামী লীগের, মেয়র পদের জয়ে আরও বেশি ব্যবধান প্রত্যাশিত ছিল। গতকাল শুক্রবার (১৭ জুন) মন্ত্রী গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে জেলার সার্কিট হাউজে পৌঁছুলে সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতুই নয়, আমাদের দেশ ও বঙ্গবন্ধুকন্যার সক্ষমতা, মর্যাদার প্রতীক। সেতু হওয়ায় সারাদেশের মানুষ খুশি হলেও খুশি হতে পারেনি জামায়াত-বিএনপি ও মধ্যরাতের টিভির কিছু টক শো বিশেষজ্ঞ। সে কারণে সেতুর উদ্বোধনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ও দেশবিরোধী অপশক্তি নানা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে ট্রেনসহ বিভিন্ন স্থানে অগ্নিকা- ঘটেছে বলে আমরা মনে করি। আমি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই।’
প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত সাড়ে ১৩ বছরে বাজেটের আকার ৭ থেকে ৮ গুণ বেড়েছে, দারিদ্র্যা ৪১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমেছে, অতি দারিদ্র্য কমে ১০ শতাংশে এসেছে। কিন্তু সিপিডি, টিআইবিসহ কিছু বুদ্ধিজীবী যারা কখনোই বাজেটের প্রশংসা করতে পারে না, বাজেট নিয়ে তাদের বুদ্ধি লোপ পায় কেন, বোধগম্য নয়।
পরে তিনি সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। এছাড়া সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।