দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দর্শনা দক্ষিণ চাঁদপুর স্কুল মোড়ে কুবা জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, কেরুজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশারত ম-ল, আমির হোসেন, আব্দুল ওয়াদুদ, ইঞ্জি. হাবিবুর রহমান, হাফিজুল শাহ, আব্দুর রহমান, শামসুদ্দীন, সাইবুর রহমান ও মুক্ত। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ।