মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, প্রধান শিক্ষক ফৌজিয়া তুলি প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এসএম জয়নুদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তন জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেহেরপুর স্টেডিয়াম মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলার ৩টি উপজেলার বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।