স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে রোহান (১৬) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৬টার দিকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের বেলগাছি ও ফার্মপাড়ার মাঝামাঝি স্থানে পৌঁছুলে চলন্ত ট্রেন থেকে এ পড়ে দুর্ঘটনা ঘটে। আহত রোহান চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের ক্লাবপাড়ার সিএনজি চালক রায়হানের ছেলে ও উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বিকেলে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের বেলগাছি ও ফার্মপাড়ার মাঝামাঝি স্থানে পৌঁছুলে চলন্ত ট্রেন থেকে একজনকে পড়ে যেতে দেখি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। রাতে ওই কিশোরের পরিচয় পাওয়া যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূরজাহান রুমি বলেন, ওই কিশোরের মাথা, পাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে। এদিকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে আহত রোহানকে নিয়ে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেন।