স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। দেশের মাটিতে সর্বোচ্চ চিকিৎসা নেয়ার জন্য যাতে কোন সমস্যা না হয়, সে ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবেই তার চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করেছেন খালেদা জিয়া। তিনি যদি বিদেশে চিকিৎসা নিতে যান তাহলে আদালতে আইনী প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। কোর্ট ছাড়া এ রাস্তাটি খালি নেই। শনিবার দুপুরে কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আইডিইবির সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সকল দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা যখন স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন, তখন সেই সাফল্যকে মøান করতে দেশী-বিদেশী অপশক্তি নানান ষড়যন্ত্র চালাচ্ছে। বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্তি করার অপকৌশল নিয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের সক্ষমতার জানান দিয়েছে। এ সময় আইডিইবির দেশপ্রেমমূলক কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেনও মন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদালত নির্দেশ দিয়েছেন যে, শুধু দেশে থেকেই খালেদা জিয়া চিকিৎসা নিতে পারবেন। তাই খালেদা জিয়া যদি আরও কিছু চান, তাহলে তা আদালতে জানাতে হবে। আদালত সেক্ষেত্রে সিদ্ধান্ত দেবেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ