ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুষ্টিয়ায় সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

 

কুষ্টিয়া প্রতিনিধি: আগামী ১৬ জুন থেকে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে কুষ্টিয়ায় সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা করেছে সিভিল সার্জন অফিস। শনিবার বেলা ১১ টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য রাখেন কুষ্টিয়া সিভিল সার্জন ডাক্তার এএইচএম আনোয়ারুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী ম-ল, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। এছাড়াও কর্মশালায় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয় জেলায় এবার ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৭শ ৩৯ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২-৫৯ বয়সী ২ লাখ ৮ হাজার ৫শ ২২ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন বলেন, এর বাইরেও কোন শিশু থাকলে তাদেরকেও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১৫শ ৬৬ কেন্দ্রে ৩১শ ৩২ জন স্বেচ্ছাসেবক এই ক্যাম্পইন সফল করতে কাজ করবে। কর্মশালায় ভিডিও উপস্থাপনের মাধ্যমে ভিটামিন ‘এ’ এর গুরুত্ব তুলে ধরা হয়। শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ৬ মাস বয়স হলেই মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More