টিপ্পনী – দাম
আহাদ আলী মোল্লা
জিনিসপাতির দাম বেড়ে যায়
বাজেট যখন আসে
অনেক লোকই হাসে
কারোর মনে দুঃখ লাগে
বাড়ি ঘরের শান্তি ভাগে
কারোর বছর পার হয়ে যায়
আনন্দে-উল্লাসে।
টাকার কুমির টাকার তবিল
ঘুমের ঘোরেও নাড়ে
টাকায় টাকা বাড়ে
আমার মতোন গরিব যারা
তিন বেলা ভাত পায় না তারা
বছর বছর ঋণের বোঝা
ওঠে তাদের ঘাড়ে।
আমরা কি আর বাজেট বুঝি
গতর ঘামাই এটাই পুজি।
সূত্র: (বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে)