গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে হোগলবাড়িয়া মোহাম্মদপুর হাজি ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন মেহেরপুর পুলিশ সুপার মো. রাফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ। সমাবেশে মাদকের কুফল সম্পর্কে বর্ণনা করেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান পুলিশ সুপার রাফিউল আলম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।