ডিঙ্গেদহ প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ৪-১০ জুন বুস্টার ডোজ সপ্তাহ ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে টিকা গ্রহণে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণামূলক মাইকিং কর্মসূচির উদ্বোধন করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ডিঙ্গেদহ বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন পদ্মবিলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সংস্থার (পাস) নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, ইউপি সচিব শাজাহান সেলিম, ইউপি সদস্য ইমদাদুল হক। এডাবের সহযোগিতায় পাস পদ্মবিলা ইউনিয়ন মাইকিং করে। মাইকিংয়ে আগামী ১০জুন পর্যন্ত দ্বিতীয় ডোজ গ্রহণকারী সকলকে টিকাকেন্দ্রে গিয়ে বুস্টারডোজ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ