মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা। এ সময় অত্র উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথিসহ উপস্থিতিদের একাংশ। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতারণ করা হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও শিরিনা খাতুন।