স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ছিনতাইকৃত মোবাইল ও টাকাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার বিকেলে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন ও নগদ সাড়ে তিন হাজার টাকা। গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী হলো চুয়াডাঙ্গা হকপাড়ার শামীম হোসেন বাবুর ছেলে সিজান হোসেন (১৮) ও সাতগাড়ি ঈদগাপাড়ার নূর আলমের ছেলে আজহার উদ্দিন শাকিল (২৪)।
মামলা সূত্রে জানাগেছে, গত ৩ জুন বিসিক মেলা থেকে ফেরার পথে চুয়াডাঙ্গা হকপাড়ার মধ্যে দুই কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ হাজার ৫শ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী। পরে এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্র জীবননগর ইক্তারপুর গ্রামের আব্দুস সালাম চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার এসআই শেখ হাদীউজ্জামান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের হকপাড়ার ও সাতগাড়ি অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন ও ছিনিয়ে নেয়া সাড়ে তিন হাজার টাকা।