স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় কৃষকদলের আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় রজব আলী মার্কেটে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্মআহবায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা। জেলা কৃষক দলের সদস্য সচিব তবারক হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম মনি, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, বিএনপি নেতা মাহমুদুল হক পল্টু, খায়রুল ইসলাম, ইয়াছিন হাসান কাঁকন, বজলুর রহমান, আব্দুল হান্নান, জাকির হোসেন, সাজ্জাদ, ইখলাছ হোসেন, আব্দুল গনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, সাবেক যুবদল নেতা খালেদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মোমিনপুর রহমান মোমিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এমএইচ মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মিশর, পৌর যুবদলের আহবায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্য সচিব আজিজুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ভুট্টো, সামসুল, তুহিন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাজাহান সান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পিয়াস, সাধারণ সম্পাদক সাইফুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ আসাদুল্লাহ।