মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপরে পৌনে ১টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদ- দেয়া হয়।
জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই রকিবুল ইসলাম ও টুআইসি এসএসআই সাহাবুদ্দিন লস্করসহ সঙ্গীয় ফোর্স জেহালা গ্রামের অঘোরনাথ পাড়ার মৃত আজগর আলীর ছেলে ইয়ারুলকে (৪০) ৫ পিস ট্যাপেন্টাডল ও নেশা করার সরমঞ্জাদিসহ আটক করে। তিনি দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক আইনে ৬ মাসের কারাদ- ও ১শ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা নগদ আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ।