স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কুড়ুলগাছি মুজিবনগরের বাগোয়ান ও মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
কুড়ুলগাছি প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২৭ এপ্রিল উন্মুক্ত বাজেট ঘোষণা করার জন্য ইউপি পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুধীজনের কাছ থেকে মতাতের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বেলা ১১টার সময় ২৯ মে ঘোষিত বাজেটের সর্বসম্মতিক্রমে ২২,৫৭,৮৭৫ টাকা রাজস্ব, ২০,৮৩,৪৭৫ টাকা সরকারি অনুদান সংস্থাপন, ৪৩, ৪১, ৩৫০ টাকা মোট রাজস্ব প্রাপ্তি, ৯৬,৫৮,২০০ টাকা মোট উন্নয়ন অনুদান, ১,৩৯,৯৯,৫৫০ টাকা সর্বমোট বাজেট টাকা ব্যয় সম্বলিত বাজেট অত্র সভায় অনুমোদিত হয়। কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ মিলনায়তনের বাজেট ঘোষণা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দীন। সবার উদ্দেশে বাজেট পড়ে শুনান ইউপি সচিব মো. শাহাববুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যবৃন্দ আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীসমাজ ও কুড়ুলগাছি বাজারের ব্যবসায়ী প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ কোটি ৬০ লাখ ৫২ হাজার ১৯৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগোয়ন ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা আফজেল হোসেন, উপজেলা যুবমহিলীগের সভাপতি তকলিমা খাতুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, ইউপি হিসাব সহকারী ও কাম কম্পিউটার অপারেটর হাসানুজ্জামান খানসহ সকল ইউপি সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাজেট পাঠ করেন অত্র ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে পরিষদের হলরুমে আয়োজিত সুধী সমাবেশে ইউপি চেয়ারম্যান মাজহারুল হক স্বপন ১ কোটি ৪৮ লাখ ৪ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান মাজহারুল হক স্বপনের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব বিশ্বাস, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক। এছাড়া সাংবাদিক আলমগীর হোসেন, ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইউনিয়নে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন ইউপি সচিব ইনছাদুর রহমান।