সাতক্ষীরায় পুকুরে নেমে মারা গেছেন পুলিশের এসআই রশেদুল ইসলাম (৪০)। আজ রোববার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া থানার পুকুরে গোসলের সময় এ ঘটনা ঘটে বলে থানা পুলিশ জানিয়েছে। নিহত এসআই রশেদুল ইসলাম মেহেরপুর গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শফিকুল ইসলাম, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কলারোয়া থানা পুলিশ অচেতন অবস্থায় এসআই রশেদুল ইসলামকে জরুরী বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে দেখা যায় পানিতে হার্ট অ্যাটাক করার ফলে তিনি ডুবে মৃত্যু বরণ করেছেন। হাসপাতালের সকল কার্যক্রম শেষে পুলিশ মৃতদেহটি পরিবারের নিকট হন্তান্তরের জন্য নিয়ে যায়। কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. ওবায়দুল্লাহ বলেন, থানা চত্বরের মধ্যে ছোট আকৃতির পুকুর থেকে অচেতন অবস্থায় ডুবে যাওয়া পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, ‘রাশেদুল ইসলাম গত দেড়মাস আগে কলারোয়া থানায় পুলিশে যোগ দেন। সকালে থানা পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হার্ট অ্যাটাক করে পুকুরের পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা নিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ‘
পূর্ববর্তী পোস্ট
আব্দুর রহমান নামের সেই শিশুর পরিবারের স্বপ্ন পূরণ করলেন ওসি মহসিন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ