দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে পুলিশ ভারতীয় থ্রিপিচ সহ অভিযুক্ত এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গ্রেফতার করেছে এক চোরাকারবারীকে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই আহম্মেদ আলী বিশ্বাস ও হারুন অর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাচালান বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার হল্ট চাঁদপুরে। পুলিশ ওই হল্টস্টেশনপাড়ার আবেদা বেগমের বাড়ির পাশের বাঁশ বাগান থেকে ২ টি বস্তায় থাকা ভারতীয় থ্রি-পিচ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতার করা হয় আলমডাঙ্গা উপজেলার ব-বিল গ্রামের আজগার আলীর ছেলে জসিম উদ্দীনকে (৩২)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে দুটি বস্তা থেকে উদ্ধার করা হয় ৭২ টি ভারতীয় থ্রি-পিচ। এ ঘটনায় এসআই আহমেদ আলী বিশ্বাস বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ