স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন ইউপিতে বাজেট ঘোষণা করা হয়েছে।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে ৩৪ লাখ ৮৫ হাজার টাকা আয় এবং ৩০ লাখ ৮৬ হাজার ৮৯৮ টাকার রাজস্ব ব্যয় পেশ করেন ইউপি সচিব ফয়জুর রহমান। বেগমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী কদর, আবু সালেহ, জিল্লুর রহমান, আবুবক্কর, আমিনুল ইসলাম, এরেঙ ম-ল, আমিরুল ইসলাম প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ কোটি ৯৩ হাজার ৪২১ টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এ.এস.এম মাহাবুব আলম। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোবারক হোসেন, প্রধান শিক্ষক আওয়ালিয়া খাতুন, সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাাদক মনিরুজ্জামান টিটু ও শিক্ষক হাজি সাদেক আলী প্রমুখ। বাজেট পাঠ করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব বজলুল হক। উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। কোলা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ১ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৭ শত ৪৬ টাকার বাজেট ঘোষণা করেন ৩নং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। এতে অংশগ্রহণ করেন কোলা ইউনিয়নের সচিব হাফিজুর রহমান, ১নং ওয়ার্ড সদস্য দিলীপ কুমার বিশ^াস, ২নং ওয়ার্ড সদস্য আমিরুল ইসলাম, ৫নং ওয়ার্ড সদস্য চান্নু মিয়া, ৬নং ওয়ার্ড সদস্য ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন শেখ, ৭নং ওয়ার্ড সদস্য আরিফুল ইসলাম, রুহুল আমিন, ফারুক হোসেন, তাজউদ্দিন শেখ মাসুদ রানাসহ এলাকার সুধীজন।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরে ১ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৪শ ৬৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার লাল্টুর সভাপতিত্বে অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া। এছাড়া অনুষ্ঠানে ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।