দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ রাতভর মাদকবিরোধী ঝটিকা অভিযান চালিয়েছে। দর্শনাসহ আশপাশ এলাকায় এ অভিযান চালিয়ে নারীসহ গ্রেফতার করা হয়েছে ১৩ জনকে। গ্রেফতারকৃতদের মধ্যে গাঁজাসহ একজন, পলাতক আসামি ৯ ও ৩ মাদকাসক্ত রয়েছে। গতপরশু চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে গত পরশু মঙ্গলবার রাত ৯ টার দিকে ইন্সপেক্টর (অপরেশন) নিখিল অধিকারী, সেকেন্ড অফিসার এসআই আহম্মদ বিশ্বাসসহ প্রায় ৩০ জন অফিসার-ফোর্স মাদক ও অপরাধ বিরোধী অভিযান চালান দর্শনাসহ আশপাশ এলাকায়। এ অভিযানে পুলিশ দর্শনা পরাণপুর বটতলা থেকে গ্রেফতার করে নাস্তিপুর পূর্বপাড়ার আ. মোমিনের ছেলে রাজুকে (৪৩)। রাজুর দুপায়ের রানে অভিনব কৌশলে রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানার এসআই শামীম রেজা বাদী হয়ে গতকাল বুধবার দর্শনা থানায় রাজুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশের রাতভর ঝটিকা অভিযানে গ্রেফতারকৃতরা হলেন দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের সোনা মিয়ার ছেলে মন্টু আলী, করিমপুরের জামাত আলীর ছেলে সালাউদ্দিন, কালিদাসপুরের কান্ত দাসের ছেলে সুমন দাস, আকন্দবাড়িয়া তামালতলাপাড়ার ডালিমের ছেলে শুভ, রেজাউল হকের ছেলে তুহিন, সুলতানপুরের সোলায়মান ম-লের ছেলে আশরাফ আলী, দর্শনা ইসলাম বাজারপাড়ার মোহাম্মদ আলীর ছেলে আরিফুল ইসলাম জনি, বেগমপুরের হযরত আলীর ছেলে ঝন্টু, সুলতান, চ-িপুরের আ. হামিদের মেয়ে খুরশিদা ও শৈলমারীর এরেং আলীর ছেলে ফরজ আলীকে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গ্রেফতারকৃত ১৩ জনের মধ্যে একজনকে গাঁজাসহ, ৯ জন বিভিন্ন মামলার পালাতক আসামি ও ৩ জনকে মাদকাসক্ত অবস্থায় গ্রেফতার করা হয়। গতকালই গ্রেফতারকৃতদের সোপর্দ করা হয়েছে আদালতে। এদিকে দামুড়হুদা, দর্শনা ও জীবননগর সার্কেলের সিনিয়র এএসপি মো. মুন্না বিশ্বাস ও দর্শনা থানার অফিসার এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ধশত অফিসার-ফোর্স নিয়ে মাদক বিরোধী ঝটিকা অভিযান চালান জেলার বহুল আলোচিত মাদকের ঘাটি নামে খ্যাত আকন্দবাড়িয়া গ্রামে। পুলিশ গ্রামের প্রতিটি পাড়ায় অভিযুক্ত মাদককারবারীদের তালিকা ধরে একযোগে এ অভিযান চালায়। অভিযানে ফলাফল শূন্য হলেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে মাদককারবারী ও মাদকাসক্তদের মধ্যে। ওসি কবীর বলেন, মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। আমার থানা এলাকার মাদককারবারীরা হয় এ মাদক ছাড়বে না হলে দর্শনা ছাড়বে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ