টিপ্পনী – পারবে না
আহাদ আলী মোল্লা
দফায় দফায় হামনা হানা
আমরা যতোই করছি মানা
থামছে না কেউ থামছে না,
সামনে সবাই যাচ্ছে রুখে
মারছে মাথায় মারছে বুকে
মগজ কারো ঘামছে না।
সাজছে ওরা বাঘের জাতি
কখনো ফের সাজছে হাতি
কাজের গোড়ায় ভিড়ছে না,
অকামে সব বেজায় পটু
বলছে কথা অনেক কটু
তাও তো সুতো ছিঁড়ছে না।
এবার ওদের হারের পালা
মিটবে ঠিকই মনের জ¦ালা
ভাবছো বুঝি হারবে না,
সামনে ধরা খাবেই খাবে
চরম গরম শাস্তি পাবে
পারবে না আর পারবে না।
সূত্র (মুজিবনগরে সালিসে হামলায় ১২জন আহত)
২২.০৫.২০২২