চুয়াডাঙ্গায় মায়ের ওপর অভিমানে করে কিশোরীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে মনিকা খাতুন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর কলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিকা খাতুন রামনগর কলাবাড়ি গ্রামের কৃষক মনিরুল ইসলামের মেয়ে ও রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মনিকাকে ধান গোছানোর জন্য বলেন তার মা রেখা খাতুন। মনিকা মায়ের কথা না শুনলে বকাবকি করা হয়। এতে মনিকা মায়ের ওপর অভিযান করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় মনিকাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। মরদেহ হিমঘরে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।