সুস্থ সমাজ গঠনে সবার সহযোগিতায় বাল্যবিয়ে বন্ধ করতে হবে
জীবননগরে সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
জীবননগর ব্যুরো: জীবননগরের সীমান্ত ইউনিয়ন পরিষদে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সীমান্ত ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা। সাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদের তথ্যসেবাসহ সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। চুয়াডাঙ্গা দেশের সীমান্তবর্তী একটি জেলা। আগে এখানে হাত বাড়ালেই মাদক পাওয়া যেতো। বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় বর্তমানে মাদক একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে। মাদক সেবনকারীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। তিনি বলেন, বাল্যবিয়ে সমাজের একটি ব্যাধি। অল্প বয়সে বিয়ে দেবার কারণে সমাজে অহরহ বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটছে। এছাড়া অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক কিশোরী মা মারা যাচ্ছে। সুস্থ সমাজ গঠনে সবার সহযোগিতায় বাল্যবিয়ে বন্ধ করতে হবে। বর্তমান সরকার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কোনো স্থান এদেশে নেই। এলাকায় এ ধরনের কার্যকলাপ ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। এর আগে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান উপজেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে জীবননগর উপজেলার হাবীবপুর ব্রীজ হতে হরিহরনগর নতুন ব্রীজ পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার দু’পাশে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন।