চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহীদ আলাউল হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ১৪৪৯তম আসর অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। স্বরচিত লেখা পাঠ করেন আবু নাসিফ খলিল, সুমন ইকবাল, সুমন মালিক, হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শওকত আলী, কাজল মাহমুদ, সিদ্দিক আহমেদ প্রমুখ। চিরায়ত সাহিত্য থেকে কবিতা পাঠ করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ ও মুন্সি আবু সাইফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। স্বরচিত লেখার ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। পদধ্বনি শেষে সঙ্গীতের আয়োজন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আব্দুল লতিফ শাহ, ওস্তাদ আব্দুস সালাম তারা। তবলায় সঙ্গত করেন ওস্তাদ আব্দুস সালাম তারা ও ওস্তাদ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আতিয়ার রহমান, ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, গোলাম কবীর মুকুল, রেখা পারভীন, নজরুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি।